Frequently Asked Questions


১) বাংলাদেশে কিভাবে টাকা পাঠাবেন ?

২) বাংলাদেশে কিভাবে বিকাশ পাঠাবেন ?

৩) বাংলাদেশে কিভাবে ফরেন রেমিটেন্স হিসাবে টাকা পাঠাবেন ?

৪) লোকাল ব্যাংক ডিপোজিট কিভাবে কাজ করে ?

৫) বাংলাদেশ গভর্নমেন্টের ২% ফরেন রেমিটেন্স প্রণোদনা কিভাবে পাবেন ?

৬) মানি ট্রান্সফার অর্ডারের জন্য আমাদের কিভাবে পে করবেন ?

৭) বাংলাদেশ থেকে টাকা আনতে আমরা কিভাবে আপনাকে সাহায্য করতে পারি ?

৮) মানি ট্রান্সফার অর্ডারের জন্য কিভাবে ক্যাশে পে করা যায় ?

 

১) আমাদের মাধ্যমে ৪ ভাবে বাংলাদেশে টাকা পাঠানো যায়

  • বিকাশ (bKash)
  • লোকাল ব্যাংক ডিপোজিট (Local Bank Deposit)
  • ব্যাংক ফরেন রেমিটেন্স - ২% গভর্নমেন্ট প্রণোদনা (Fast Foreign Remittance)
  • ক্যাশ ওভার কাউন্টার - ফরেন রেমিটেন্স - ২% গভর্নমেন্ট প্রণোদনা (Cash Over Counter)

 

২) বাংলাদেশে কিভাবে বিকাশ পাঠাবেন ?

বাংলাদেশে যেকোনো বিকাশ একাউন্ট ধারী মোবাইল নম্বরে প্রতি দিন ৩০০০০ টাকা পর্যন্ত বিকাশের টাকা পাঠানো যায়।

কোনো বিকাশ নম্বরে ৩০০০০ টাকার বেশি পাঠাতে চাইলে, একাধিক অর্ডার সাবমিট করতে হবে এবং প্রতি অর্ডারের জন্য আলাদা সার্ভিস ফী দিতে হবে।  উদহারণ স্বরূপ - আপনি কোনো বিকাশ নম্বরে ৫০০০০ টাকা পাঠাতে চাইলে, ২টা অর্ডার সাবমিট করতে হবে।  প্রথমটা ৩০০০০ টাকা এবং দ্বিতীয়টা ২০০০০ টাকা।  প্রথম ৩০০০০ টাকা আজকে যাবে এবং দ্বিতীয় ২০০০০ টাকা আগামী কাল যাবে। 

আমাদের বিকাশ সার্ভিস ফী ৬ ডলার।  এই সার্ভিস ফী এর ছাড়াও বাংলাদেশে বিকাশ এর টাকা তোলার সময় প্রতি হাজারে ২০ টাকা বাংলাদেশের বিকাশ এজেন্টকে দিতে হবে।

বাংলাদেশে বিকাশ পোঁছাতে সাধারণত বাংলাদেশে সময় সকাল ৯ টা থেকে রাত ৯ টার মধ্যে ১ - ২ ঘন্টা সময় লাগে।  মাঝে মধ্যে ১ দিন পর্যন্ত সময় লাগতে পারে। অতি জরুরি বিকাশ অর্ডারের জন্য অবশ্যই অর্ডার সাবমিট এর আগে আমাদের সাথে কথা বলে নিবেন।  আমাদের ফোন নম্বর - 0433325727

 

টাকা বিকাশের নম্বরে পৌঁছার পর আপনি এবং প্রাপক SMS নোটিফিকেশন পাবেন ।  যদি কোনো এজেন্ট অথবা দোকানের নম্বরে বিকাশ পাঠানো হয়, তাহলে আমরা আপনাকে SMS এর মাধ্যমে যে PIN নম্বরটা  দিবো, সেটা প্রাপকে বলবেন, দোকান অথবা এজেণ্ট কে দিতে ।

বিকাশ এর অর্ডারের জন্য আপনি আমাদের পলি পেমেন্ট ব্যাংক ট্রান্সফার, ম্যানুয়াল ব্যাংক ট্রান্সফার অথবা পেপাল এর মাধ্যমে ডেবিট অথবা ক্রেডিট কার্ড দিয়ে পে করতে পারবেন। পেপাল দিয়ে পে করলে ২% আলাদা সারচার্জ দিতে হবে। পলি পেমেন্ট দিয়ে পে করলে কোনো আলাদা সারচার্জ কাস্টমারকে দিতে হয় না এবং আমরা তৎক্ষনাত বিকাশ অর্ডারের কাজ শুরু করতে পারি। পলি পেমেন্ট সিস্টেম দিয়ে পে করার জন্য পলিতে কোনো একাউন্ট থাকার দরকার হয় না। পলি পেমেন্ট অস্ট্রেলিয়া পোস্ট এর খুব সহজ এবং বিশ্বাসযোজ্ঞ একটি অনলাইন ব্যাংক ট্রান্সফার সিস্টেম।  ম্যানুয়াল পেমেন্টেও কোনো সারচার্জ নাই কিন্তু বিকাশ অর্ডারের কাজ শুরু করতে ৩ - ৪ ঘন্টা দেরি হয়। 

 

৩) বাংলাদেশে কিভাবে ফরেন রেমিটেন্স হিসাবে ব্যাংক একাউন্ট এ টাকা পাঠাবেন ?

WorldCards  এর মাধ্যমে বাংলাদেশে ফরেন রেমিটেন্স হিসাবে টাকা পাঠানোর জন্য আপনাকে WorldCards  এর Money Transfer Calculator এর Service  এ বেছে নিতে হবে Fast Foreign Remittance ।  এই সার্ভিস ব্যবহার করে আপনি বাংলাদেশের যে কোনো ব্যাংকের, যে কোনো ব্রাঞ্চের একাউন্ট এ টাকা পাঠাতে পারেন। বাংলাদেশে প্রাপক এর কাছ থেকে আপনাকে অবশ্যই অনলাইন ব্যাংক একাউন্ট নম্বর (৮ থেকে ২০ অংকের, 8 to 20 digits ), প্রাপকের একাউন্ট নাম, ব্রাঞ্চের নাম এবং ব্যাংকার নাম নিতে হবে। 

Fast Foreign Remittance সার্ভিসে  প্রাপকের ব্যাংক একাউন্ট এ টাকা জমা হতে ২ থেকে ৪ দিন সময় লাগে । 

এই সার্ভিস এ  আপনি বাংলাদেশে টাকা পাঠালে বাংলাদেশ গভর্নমেন্টের ২% রেমিটেন্স প্রনোদনা পাবেন।  উদাহরণ স্বরূপ - আপনি যদি অস্ট্রেলিয়া থেকে ২ লক্ষ টাকা Fast Foreign Remittance সার্ভিস এ পাঠান তাহলে আপনার প্রাপকের ব্যাংক একাউন্ট এ ২ লক্ষ ৪ হাজার টাকা জমা হবে । 

৫ লক্ষ টাকা পর্যন্ত এই সার্ভিসে পাঠালে প্রণোদনার টাকা, মূল টাকা জমা হওয়ার ১ দিনের মধ্যে প্রাপক এর ব্যাংক একাউন্ট এ সরাসরি জমা হয়ে যাবে । ৫ লক্ষ টাকার বেশি পাঠালে মূল টাকা জমা হওয়ার পর, প্রাপকঃ তার ব্যাংক এর কাছে প্রনোদনের টাকার জন্য আবেদন করবেন ।  এই ক্ষেত্রে প্রণোদনার টাকা পেতে ১ সপ্তাহ অতিরিক্ত সময় লাগতে পারে ।

Fast Foreign Remittance  অর্ডারের জন্য আপনি আমাদের পলি পেমেন্ট ব্যাংক ট্রান্সফার (POLi Payments), অথবা ম্যানুয়াল ব্যাংক ট্রান্সফার  (Manual Bank Transfer)।   পলি পেমেন্ট দিয়ে পে করলে কোনো আলাদা সারচার্জ কাস্টমারকে দিতে হয় না এবং আমরা তৎক্ষনাত অর্ডারের কাজ শুরু করতে পারি। পলি পেমেন্ট সিস্টেম দিয়ে পে করার জন্য পলিতে কোনো একাউন্ট থাকার দরকার হয় না। পলি পেমেন্ট অস্ট্রেলিয়া পোস্ট (Australia Post) এর খুব সহজ এবং বিশ্বাসযোজ্ঞ একটি অনলাইন ব্যাংক ট্রান্সফার সিস্টেম । 

ম্যানুয়াল পেমেন্টেও (Manual Bank Transfer) কোনো সারচার্জ নাই কিন্তু অর্ডারের কাজ শুরু করতে ৩ - ৫ ঘন্টা দেরি হয় । 

 

৪) লোকাল ব্যাংক ডিপোজিট কিভাবে কাজ করে ?

লোকাল ব্যাংক ডিপোজিট এর মাধ্যমে আমাদের এজেন্টরা বাংলাদেশে আপনার প্রাপকঃ এর ব্যাংক একাউন্ট এ ক্যাশ অথবা চেক জমা দিয়ে দেয় । এই সার্ভিসে আমরা সর্বোচ্চ এক্সচেঞ্জ রেট দিতে পারি কিন্তু এই ভাবে জমা হওয়া টাকা ফরেন রেমিটেন্স হিসাবে গণ্য হবে না।  যদি আপনি

২০০০ ডলার এর বেশি পাঠান তাহলে,  সর্বোচ্চ এক্সচেঞ্জ রেট এর জন্য আমাদের ফোন করুন ।  আমরা অস্ট্রেলিয়ার যে কোনো রেট ম্যাচ করতে পারব।

লোকাল ব্যাংক ডিপোজিট এর অর্ডারের জন্য আপনি আমাদের পলি পেমেন্ট ব্যাংক ট্রান্সফার (POLi Payments), অথবা ম্যানুয়াল ব্যাংক ট্রান্সফার  (Manual Bank Transfer) করতে পারবেন ।   পলি পেমেন্ট দিয়ে পে করলে কোনো আলাদা সারচার্জ কাস্টমারকে দিতে হয় না এবং আমরা তৎক্ষনাত অর্ডারের কাজ শুরু করতে পারি। পলি পেমেন্ট সিস্টেম দিয়ে পে করার জন্য পলিতে কোনো একাউন্ট থাকার দরকার হয় না। পলি পেমেন্ট অস্ট্রেলিয়া পোস্ট (Australia Post) এর খুব সহজ এবং বিশ্বাসযোজ্ঞ একটি অনলাইন ব্যাংক ট্রান্সফার সিস্টেম । 

ম্যানুয়াল পেমেন্টেও (Manual Bank Transfer) কোনো সারচার্জ নাই কিন্তু অর্ডারের কাজ শুরু করতে ৩ - ৫ ঘন্টা দেরি হয় ।

 

৫) বাংলাদেশ গভর্নমেন্টের ২% ফরেন রেমিটেন্স প্রণোদনা কিভাবে পাবেন ?

Fast Foreign Remittance এবং Cash Over Counter  সার্ভিস দিয়ে  আপনি বাংলাদেশে টাকা পাঠালে বাংলাদেশ গভর্নমেন্টের ২% রেমিটেন্স প্রনোদনা পাবেন।  উদাহরণ স্বরূপ - আপনি যদি অস্ট্রেলিয়া থেকে ২ লক্ষ টাকা Fast Foreign Remittance সার্ভিস এ পাঠান তাহলে আপনার প্রাপকের ব্যাংক একাউন্ট এ ২ লক্ষ ৪ হাজার টাকা জমা হবে । 

৫ লক্ষ টাকা পর্যন্ত এই সার্ভিসে পাঠালে প্রণোদনার টাকা, মূল টাকা জমা হওয়ার ১ দিনের মধ্যে প্রাপক এর ব্যাংক একাউন্ট এ সরাসরি জমা হয়ে যাবে । ৫ লক্ষ টাকার বেশি পাঠালে মূল টাকা জমা হওয়ার পর, প্রাপকঃ তার ব্যাংক এর কাছে প্রনোদনের টাকার জন্য আবেদন করবেন ।  এই ক্ষেত্রে প্রণোদনার টাকা পেতে ১ সপ্তাহ অতিরিক্ত সময় লাগতে পারে ।

 

৬) মানি ট্রান্সফার অর্ডারের জন্য আমাদের কিভাবে পে করবেন ?

অর্ডারের জন্য আপনি আমাদের পলি পেমেন্ট ব্যাংক ট্রান্সফার (POLi Payments), অথবা ম্যানুয়াল ব্যাংক ট্রান্সফার  (Manual Bank Transfer)।   পলি পেমেন্ট দিয়ে পে করলে কোনো আলাদা সারচার্জ কাস্টমারকে দিতে হয় না এবং আমরা তৎক্ষনাত অর্ডারের কাজ শুরু করতে পারি। পলি পেমেন্ট সিস্টেম দিয়ে পে করার জন্য পলিতে কোনো একাউন্ট থাকার দরকার হয় না। পলি পেমেন্ট অস্ট্রেলিয়া পোস্ট (Australia Post) এর খুব সহজ এবং বিশ্বাসযোজ্ঞ একটি অনলাইন ব্যাংক ট্রান্সফার সিস্টেম । 

ম্যানুয়াল পেমেন্টেও (Manual Bank Transfer) কোনো সারচার্জ নাই কিন্তু অর্ডারের কাজ শুরু করতে ৩ - ৫ ঘন্টা দেরি হয় ।

বিকাশ এর অর্ডারের পেমেন্ট আপনি অনলাইন ব্যাংক ট্রান্সফার অথবা পে-পাল এর মাধ্যমে ডেবিট অথবা ক্রেডিট কার্ড দিয়ে পে করতে পারবেন। পেপাল দিয়ে পে করলে ২% আলাদা সারচার্জ দিতে হবে।

 

৭) বাংলাদেশ থেকে টাকা আনতে আমরা  কিভাবে আপনাকে সাহায্য করতে পারি ?

বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া তে টাকা আনতে হলে আমাদের সাথে যোগাযোগ করুন । আমাদের ফোন নম্বর 0433325727 

 

৮) মানি ট্রান্সফার অর্ডারের জন্য কিভাবে ক্যাশে পে করা যায় ?

কোনো মানি ট্রান্সফার অর্ডারের জন্য আপনি চাইলে আমাদের একাউন্ট এ ক্যাশ পে করতে পারবেন।  কোন একাউন্ট এ ক্যাশ পে করবেন তা অবশ্যই আমাদের ফোন করে জেনে নিতে হবে।  Lakemba  অথবা Parramatta  তে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত আমাদের ক্যাশ দিতে পারেন।  বিস্তারিত জানার জন্য ফোন করুন।  আমাদের ফোন নম্বর 0433325727

 

 

www.worldcards.com.au